Thursday, 5 May 2022

দেবত্রয়ী হালদার--কল্পনাময় স্বপ্ন


দেবত্রয়ী হালদার--কল্পনাময় স্বপ্ন


ব্যস্ততার শহর থেকে দূরে গিয়ে নির্জনতায় খুঁজতে চাই শান্তি

প্রয়োজন আমার প্রশান্তিময় একাকীত্বতার, ঘুচাতে চাই শরীর ও মনের ক্লান্তি। 

চারিধারে থাক সবুজের অস্তিত্ব, মধুময় পক্ষীদের সুরেলা কূজন

সহিতে পারিনা আর নানা যান্ত্রিকের চিৎকার, আপন-হারা মানুষের ক্রন্দন। 

মিঠে রোদেলা মেঘ তার স্নিগ্ধতায় আলোকিত করুক আমার প্রকৃতি

হিমেল হাওয়ার পরশ গায়ে মাখতে চাই চিত্র ভুলে হিংসার রক্তারক্তি। 

চকচকে পবিত্র জলে স্নাত হয়ে ধৌত করতে চাই সব পাপ

কল্পনাময় স্বপ্নকে বাস্তবায়িত করে পেরোতে চাই জীবনের শেষ ধাপ।।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...