Tuesday, 17 May 2022

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা--

জীবাশ্ম

আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না
 কারন ধুলোই আমার আবাস
আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম
 চলচ্ছক্তিহীন, মেরুদন্ডহীন
 বিগত স্মৃতির চিহ্ন
এখন ঝড়ের অপেক্ষায় থাকি
 যখন ধুলো জেগে উঠে চোখে মুখে  কর্কশ ঝাপটা মেরে জিগ্গেস করবে আমাদের দোষ কি ?

 কাব্য

আকাশের রাঙা রঙ দেখে কেউ কেউ মনে করেছিল 
 বসন্তের সোহাগী ছোঁওয়ায় শিমুল, পলাশ
 গায়ে রাতের চাদর টানতে ভুলে গেছে
 তারপর গল্প উপগল্প.......

বটগাছের শিকড় অনেক গভীর
ভারতবাসী মাত্রই মহাভারত জানে।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...