Thursday, 5 May 2022

একটি কলম--স্বপ্না মজুমদার


একটি কলম--স্বপ্না মজুমদার

পুনে (মহারাষ্ট্র)


একটি কলম,হ্যাঁ মাত্র একটি কলম, শুধু

যে কোন রঙের কালি ভরা চাই,

পারে লিখতে সব কিছু

প্রতিবাদ কড়া হতে পারে

হতে পারে প্রেমের মাধুর্যে,মাখানো,

নয়তো প্রশ্নের ঝড় তোলে সর্বদাই,,

কেনো উঁকি ঝুঁকি মধ্যবিত্তের ঘরে

সুখ দেখে নিঃশ্বাস ফেলো 

গরীবের ঘরে একটু দাও উঁকি

করো সাহায্য, দাও চাকরি একটা

মানবতা হোক মূল সাক্ষী!!

কলম ধরেছে সাহিত্যিক গণ,

বন্দুক,ছুরি চাকু কেউ ধরে নাই

তবুও কতো বাধা,যাবে না লেখা

এটা,ওটা কতো তার ব্যাখ্যা,

কিসের জন্য দাও বাধা

আইন তোমাদের পথে চলে,

সুযোগ পেলে প্রতিবাদীকে

ভরবে তোমরা জেলে,

সে তো সেই কবে থেকেই 

আসছে নিয়ম হেঁটে চলে,

দুলে দুলে!!

বিদ্রোহী কবি নজরুলকে

সবাই আমরা জানি,

ছিলেন কিছু দিন জেলে

এই যে সমাজ জুড়ে,চলছে ধর্ষণ খেলা

প্রতিবাদ হয় ঠিকই,একটু আধটু

তারপর সব ভোঁ ভাঁ,

প্রহসনের আশ্চর্য্ এক নাট্যশালা,,

কতো রাজনৈতিক টানাপোড়েন

কোনটা হয়েছে সঠিক

গরীবের কান যায় ধরা সহজেই

ধনী ব্যাঙ্ক লুটেও,সম্মানীয়  বেশ,

ধর্ষক মাথা তুলে চলে,সমাজের বুকে 

ধর্ষিতার জন্য মৃত্যু মিছিল!!

যাবে না লেখা একচুল বে নিয়মে

কলম চলুক এগিয়ে

লেখো না কবি, প্রকৃতির কথা

নয়তো মানব প্রেম,,

নদী সাগরে অগাধ জলরাশি

লিখে ফেলো তোমার মনে

শান্ত থাকো লেখক , কবি

শান্ত হও মননে।।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...