সহবাস --অপূর্ব পাল
এসো আমরা ঘুমের আয়োজন করি
চিত্তে ও চৈতন্যে পরিচ্ছন্ন হই
শাদামেঘ বিছানায় ফুল ও ছড়িয়ে দিই খই
আর খইয়ের মতো রজনীগন্ধা রাত,
তুলসি তিলক ;
ধূপের গন্ধে ভরে যাক রাত্রি চরাচর
তোমার পায়ের প্রান্তে আলতার সাজ
কপালে কুসুম কুমকুম
সারাগায়ে মেখে আছি তোমার শ্রীনাম ;
এসো আমরা সহবাস আয়োজন করি
সহবাস সে তো সহযাত্রারই নাম
যাত্রাপথে আনন্দ চন্দন ছাড়া আর
কি আছে নেবার!
এসো,
ঘুম ঘরে এবার আমরা সমাধিস্থ হই...
______________________💕 অপূর্ব পাল
2 comments:
কবিতা টা মন ছুঁয়ে যায়
মনমুগ্ধকর কবিতা
Post a Comment