Thursday, 5 May 2022

মুরগীটি--মাথুর দাস

 


মুরগীটি--মাথুর দাস

রক্তের রং লাল হয় ঠিক,  তা ব'লে এতটা লাল ?

মুরগীটিও ভেবেই অবাক  দেখে আপন শরীর !

নানা দানা তার খুঁটে খাওয়াই  স্বভাব চিরটা কাল,

জোটে খাদ্য ও জল না চাইতেই  আবাসে পোল্ট্রির ।


শৈশব থেকে ওই সব দ্যাখো  কত না যত্ন আত্তির !

সুষম খাবার সময় অসময়  অপচয় করে খাও না !

আরাম আয়েসে ঘুম নির্ঘুমে  কাটাও দিন রাত্তির,

অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড  ঠিক উপরি পাওনা ।


মুরগীটি দ্যাখে একে একে সব  সহ-বাসীদের জবাই,

লক্তক-লাল রক্তের স্রোত  বইছে অঝোর ধার ;

খাদ্য হয়ে তারা খাদকের কাছে  যেমন গিয়েছে সবাই।

 ঘাতকের ঘায়ে পোলট্রি-জীবন  সাঙ্গও হবে তার ।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...