Thursday, 5 May 2022

নৈঃসঙ্গ্য হত্যায় মেতে // বদরুদ্দোজা শেখু

 


প্রেমের কবিতা

---------------------


 নৈঃসঙ্গ্য হত্যায় মেতে //  বদরুদ্দোজা শেখু

----------------------------------‐---------------


না, আমার নৈঃসঙ্গ্য ঘোচার কোনো সম্ভাবনা নেই

আপাততঃ নিকট সময়ে , অভিনবত্ব-কাঙাল  মনে সেই

আদিখ্যেতা ইদানীং হ'য়ে উঠে অসহিষ্ণু ভীষণ অস্থির

জর্জরিত গতানুগতিক গণ্ডীবদ্ধ ছকে, কোনো প্রমীলার প্রগলভ  প্রশস্তির

সম্মোহনী প্রশ্রয় বা বিস্ময় জুটে না চোখে, আশ্রয়বিহীন এক বিশ্বাসের তট

ভাগ্যদোষে সঙ্গীহীন সরাইখানায় ঘুরে , সাহায্য করেনা কিছু বাস্তব প্রকট ।


পরিচিত আসবাবপত্র আর পরিচ্ছদে অগোছালো ঘর

প'ড়ে থাকে অনাসক্ত । অবান্ধব বিরক্ত প্রহর 

যথাসাধ্য সদ্ব্যবহার করবো ব'লে বইপত্র কিছু নাড়িচাড়ি , রেখে দিই ফের , 

কিছুতে বসেনা বড়ো দ্বিধান্বিত মন । কখনো মুদ্রাদোষের

বশেই পাকাই গোঁফ , ইতস্ততঃ আঁচড়াই চুল ,

অন্ধকার বাতায়নে কল্পনার ঘুড়ি ছেড়ে মাপি মূর্খ নীলিমার কূল ।


জান্তব ক্ষুধায় কভু বৈচিত্র  বিহীন বদ্ধ জৈবনিক খেদ

জ্বলে উঠে অন্ধকারে , আদর্শ-গ্রথিত ক্লীব নীতির নিষেধ

ছিঁড়ে সাতফালা ক'রে সংক্রামক হতাশায় হৃদয়ের ধূ ধূ

নৈঃসঙ্গ্য হত্যায় মেতে একটি উলঙ্গ নারী নিয়ে আসি শুধু

চৈতন্যের চরাচরে , বিভেদের রুদ্ধদ্বার বিষণ্ণ দেয়াল

নিরুদ্দেশ হ'য়ে যায় , উন্মাতাল রক্ত-চক্ষু স্নায়ুর শেয়াল

ছিঁড়ে খুঁড়ে খায় ব্যগ্র কাঙ্ক্ষিত নগ্ন শিকার ।তবু কা'র ছাপ


খুঁজি সবখানে ? সুদৃশ্য নধর নুন-গন্ধী মাংসের গোলাপ

কামনার বিশীর্ণ উপত্যকায় নিয়ে আসে স্রোতস্বিনী সুগন্ধি পরাগ , 

অবশেষে বিধ্বস্ত স্নায়ুর তটে ভাঙন-সর্বস্ব এক প্লাবনের দাগ

শুধু জেগে উঠে । হায় , সে মুহূর্তে কামের মাধবী

হয়ে যায় উনুনে কুঁকড়ে-যাওয়া একখণ্ড পাপড়ির ছবি

আনন্দের অভিব্যক্তি অপহৃত । এবং দৈহিক বদ্ধ চাহিদার ক্ষত

খ'সে পড়ে সর্বত্র বিস্রস্ত ঘরে অতি-ক্ষয়গ্রস্ত চাপ চাপ যক্ষ্মার শ্লেষ্মার মতো ।

অবসন্ন হৃদিতটে জেগে উঠে অনিবার্য অপচয়ী ভ্রষ্টতার শোক---

দেউলিয়া দেনায় নিলাম-হওয়া জমি দ্যাখে যেন জাত-কৃষকের চোখ

আন্তরিক অনুশোচনা-কাতর ।স্বভাব-দোষেই তবু কম্র কামিনীর ভিড় সংযম-বিমুখ

মনে ঘুরে ইতস্ততঃ ; এবং যৌবন , জানি ,জৈবনিক বসন্তের অপব্যয়ী পুষ্পিত অসুখ  ।।


©  বদরুদ্দোজা শেখু 

-----------------------------------------


কবির নাম-- বদরুদ্দোজা শেখু 

ঠিকানা-- 18 নিরুপমা দেবী রোড ,  বাইলেন 12 ,

        শহর+পোঃ-  বহরমপুর ,   জেলা--মুর্শিদাবাদ, 

        PIN -742101

         পঃ বঙ্গ , ভারত ।  

        হো• অ্যাপ  নং +91 9609882748

       e-mail :  mdbadaruddoza@gmail.com

----------------------

কবি-পরিচিতি


-------------------


বদরুদ্দোজা শেখু-র জন্ম ১৯৫৫ সালে ফেব্রুয়ারীতে মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে ।ক্ষুদ্রচাষী সাইফুদ্দীন সেখ ও গৃহবধূ ফজরেতুন্নেশা বিবির সন্তান। দারিদ্র্যের মধ্যেই গণিতশাস্ত্রে স্নাতকোত্তর ।পেশায় অবসরপ্রাপ্ত আধিকারিক। নেশায় কবিতা লেখালেখি। শোভা গোস্বামীকে বিবাহ করেছেন।


    এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ  অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে সংলাপ,আরো থোড়া দূর,এবং পরী ও পেয়ালা ।তাঁর কবিতা অদলবদল , সপ্তাহ, দৌড় , কবিতীর্থ ,শব্দনগর, ঋতুযান ,একুশে বর্ণমালা প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত ।  বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।- - - এছাড়া কবি  "পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরষ্কার ২০২০" - অন্যতম বিশেষ সেরা  সম্মাননা পেয়েছেন


তিনি কিছু কিছু অণুগল্প ও ছোট গল্পও লিখেন


** সাথে আমার ছবি পাঠালাম


----------------------------------------

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...