বিষন্ন আসরে--শিখা মালিক
মনের দুর্জয় প্রাচীরে বার বার
আছড়ে পড়ছে বিষন্নতার ঢেউ ,
সাগর বাতাসে কেবলই ভেসে চলে উদ্ভ্রান্ত বিবেক - মৎস্য সুখের আশায়।
সময়ের প্রতিটি প্রকোষ্ঠ
ঘুন পোকার কামড়ে আর্তনাদ
করছে।
ওরা ফাগুনের গানে গ্রীষ্মকে টানে- যারা একদিন গ্রীষ্মের প্রখরতায় প্রেমের বসন্ত শুরু করেছিল।
রোদের আঁধারে কার যেন হাতছানি,
ওড়বার সাধ নিয়ে পাখিটা কেবলই ডানা ঝাপটায়।
No comments:
Post a Comment