শংকর ব্রহ্মের কবিতাগুচ্ছ--
------------------------
১)
বইছে তুফান
-------------------------
দেশে এখন বইছে তুফান , নদীতে বান
লাগিয়ে জান বাজি
হাওয়ার মুখে পাল তুলে দাও
ওগো সুজন মাঝি।
নিরুদ্দেশের পথে এখন যাদের অভিযান
ডুববে নাকি ভাসবে তরী
ভাবলে এখন থাকবে তাদের মান?
বিপদ আপদ তুচ্ছ সেটা মন মানে না
জীবন নদীর শেষ যে কোথায় কেউ জানে না।
দেখছি নদী খরস্রোতা
হয়তো কোথাও ভাসিয়ে নেবে
তাই বলে কি এই তুফানে তরী ছেড়ে
হঠাৎ কোথাও পালিয়ে যাবে?
--------------------------------------------------------------
২)
বোঝা
-------------------
ভুল বোঝা আর সঠিক বোঝা
নয়কো মোটেই খুবই সোজা,
ভুল বোঝা আর সঠিক বোঝায়
দূরহ খুবই তফাৎ খোঁজা।
একটি তোমার বিপক্ষে যায়
অন্যটি যায় পক্ষে,সেইটুকু যা রক্ষে।
দু'টোই দেখ বোঝার মতো মাথায় চেপে রইবে,
মাঝে মাঝেই মনটা তোমার অন্য কথা কইবে।
ভুল বোঝা আর সঠিক বোঝা
নয়কো মোটেই খুবই সোজা।
--------------------------------------------------------------
৩)
আমার ভিতরে আমি
-------------------------------
আমার ভিতরে আমি
ক্রমাগত নেমে যেতে থাকি
দেখি,গভীরে আমার তীব্র জ্বালা , দগ্ধ দহন
বুকের ভিতর এক নদী জল,
শোকের ছায়ায় এক নিমেষে ব্যথার কাহন
তোমার প্রেমের সবটাই ছল?
মনের ভিতর চৈত্র শেষের শূন্যতা আজ
বুকের গভীরে আনমনা করা মেঘলা আকাশ,
হঠাৎ কেন যে নেমে আসে, দেখি বিদ্যুৎ বাজ
ছলনা তোমার দারুণ , সাবাস।
ভিতরে আমার একটি হৃদয়
পুড়ে যেতে থাকে
গভীরে আমার আর এক হৃদয়
চুপ করে দেখে।
এতদিনে যেন মানুষটি শোকে
পাথর হয়েছে,
গভীরে আমার অন্য মানুষ
জ্বলছে,পুড়ছে।
--------------------------------------------------------------
৪)
আমি ভাল নেই
---------------------------
তোমার অভাবে
সমস্ত দেয়াল জুড়ে লিখে রাখব
'আমি ভাল নেই'
আমার নিজের ছায়া বলে উঠবে
'আমি ভাল নেই'
পরিযায়ী পাখিরা এসে এই শীতে
শিখে নেবে এই সুরে গান,
'তুমি কাছে নেই তাই,আমি ভাল নেই'।
তুমি কাছে নেই
তাই সমস্ত আকাশ জুড়ে জ্যোৎস্নাকে
মনে হয় গ্রীষ্মের প্রখর রোদ্দুর।
--------------------------------------------------------------
৫)
নেই ভাবতে নেই
---------------------------
নেই ভাবতে নেই,নেই ভাবলে ফাঁকা ফাঁকা লাগে,
মনে কর আছে ধারে কাছে কয়েকটি নক্ষত্র ছড়িয়ে,
কিংবা আকাশের বুকে ভেসে আছে চাঁদ
ইচ্ছে হলে ভাব সেও আছে ধারে কাছে
যাকে তুমি গভীর গোপন টানে মনে প্রাণে চাও।
নেই ভাবতে নেই, নেই ভাবলে উর্বর জমিতে ঢুকে পড়ে নোনা জল
বরং ভাব,সারা মাঠে সোনার ফসল ভরে আছে
গাছে গাছে ফুটে আছে ফুল
বিলকুল ভরে আছে সবই,যেখানে থাকার কথা যা যা।
তোমার একান্ত যা চাই সবই আছে মজুত ভান্ডারে
প্রয়োজনে তোমাকে তা বুঝে নিতে হবে।
--------------------------------------------------------------
৬)
বাউল
--------------------------------------------------------------
আমার ভিতরে,অহংকারী এক উজবুক বাস করে
তাকে আমি মনে মনে ঘৃণা করি খুব,অবহেলা করি
তবু সে চায় না যেতে ছেড়ে
আমার ভিতরে হিংসুটে স্বার্থপর একজন থাকে
একান্ত গোপনে যে আমাকে ভুল পথে
ডেকে নিয়ে যেতে চায় বারবার,হাতছানি দেয়
আমি তাকে বোঝাতে পারি না কিছুতেই
দেখাতে পারি না হৃদয় খুলে
আমার ভিতরে থাকা নির্লিপ্ত বাউল।
-------------------------------------------------------------
৭)
স্বাধীনতা
-------------------
আমরা কেউ কোন অভিযোগ করতে পারি না
কেন না,আমরা কেউই এর বাইরে নয়
তবু আমরা বিস্মৃত হই না, যে আমরা ক্ষুধার্ত।
ঘাস বেড়ে ওঠে দিন দিন,জাতীয় উৎপাদন
কেউ আমরা গরু ছাগল নই,
কে বোঝাবে কাকে?
তবু স্মৃতি বেড়ে ওঠে এবং বাড়ে ইতিহাস।
রাস্তাগুলি সবই বন্ধ,চুক্তির ধার বাড়ছে ক্রমশ
অথচ কোন বিপদ সংকেত নেই
যে যেমন খুশি হাসছে।
এখন শূন্যতা শুধু ধূ ধূ মাঠে,
আমরা কোন অভিযোগ করতে পারি না
কারণ আমরা স্বাধীনতা পেয়েছি
সত্তর বছর আগেই।
--------------------------------------------------------------
৮)
খোঁজা
---------------------
(এক).
যখন তোমার পাই না দেখা
ঘুরি তখন একা একা
বন-বাদারে কাহার তরে,
জানি না যে আমি নিজে,কীসের খোঁজে!
আবার তোমার দেখা পেলে
হেসে খেলে দিন যে ফুরায়
চিত্ত হারায় তোমার মাঝে,
আমি তখন আর কিছুই খুঁজি না যে।
( দুই)
ভিতরে ছিল চাঁদের আলো বাইরে অন্ধকার
খোলা ছিল সেদিন তোমার মনের যত দ্বার।
কোন চাবিতে খুলে ছিল জানা হয়নি আর
সেই চাবিটা হারিয়ে গেছ খোঁজ পাইনি তার।
খুঁজে বেড়াই সেটাই এখন
হারিয়ে গেছে কোথায় সে ধন
খুঁজছি আমি সেটাই শুধু সারা জীবন ধরে
গ্রাম ছাড়িয়ে শহর ছেড়ে বাইরে এবং ঘরে।
--------------------------------------------------------------
৯)
অমরতা
--------------------
কালের প্রবল স্রোতে মানুষ হারিয়ে যায় একদিন ঠিকই
কিন্তু মানবতা থেকে যায় তার অমরতা পায়
একটি জীবন হয়তো মৃত্যুর কাছে
সাময়িক হেরে যেতে পারে
অথচ সমগ্র মানব জীবন মৃত্যুকে অবহেলা করে
জীবনের জয়গান গেয়ে যায় চিরকাল ধরে।
কিন্তু মানবতা হারায় যদি হীন স্বার্থের কারণে
আমাদের জীবন যাপন থেকে
তাহলে মৃত্যুকে তুচ্ছ ভেবে
মানুষ আর অমরতা খুঁজবে কোথায়?
--------------------------------------------------------------
১০)
বিশ্ব ভাষা দিবস
--------------------------
দিনটি একুশে ফেব্রুয়ারী
নত মস্তকে প্রাণের আবেগে
আজকে তাদের স্মরি
বাঁচাতে সেদিন বাংলা ভাষার মান
অকাতরে যারা সঁপে ছিল নিজ প্রাণ
তাদের অমূল্য সেই দান
আজ পেয়েছে সারা বিশ্বে সম্মান
সগৌরবে অর্জন করেছে
বিশ্বভাষা দিবসের স্থান
আমরা যারা বাংলা ভাষা-ভাষি
বেড়েছে তাদের মান।
আজ বিশ্ব ভাষা দিবসের দিনে
কিংবা তার আগে পরে
ভাষার স্বাধীনতার জন্য
যারা আজও লড়াই করে
তাদের কথা ভেবে
আমরা সবাই উর্ধ্ব শিরে
বুক চিতিয়ে করতে পারি বড়াই।
বাংলা ভাষার প্রাণ ও মান বাঁচতে
দিয়ে ছিল যারা প্রাণ
সেই একুশে ফেব্রুয়ারী
আজকে তাদের নত মস্তকে
হৃদয়ে স্মরণ করি।
--------------------------------------------------------------
১১)
সঙ্গী যাদের ফেসবুক
-------------------------------
টুকটাক বাইরের কাজকর্ম সেরে
ঢুকে পড়ি আমি টুক করে ফেসবুকের ভিতরে,
আনন্দে কেটে যায় তাকে নিয়ে সারাদিন ধরে।
এই করেই যে কাটছে আমার দশটি বছর ধরে
হেডমাষ্টারি থেকে অবসর নেওয়ার পরে।
এখানে কত সুজন সখা এখানে কত সাথী,
কালকে যাকে চিনতামও না বন্ধু রাতারাতি।
কেউ আসে,কেউ ফিরেও যায় থাকে না চিরকাল,
বলতে পার এই সময়ে এটাই- যুগের রীতি, হাল।
তাই, ভাবি না আর ও সব নিয়ে যে থাকে,তাকে রাখি
মনে থাকে না তাদের কথা,যায় যারা, বাদ বাদ বাকি।
--------------------------------------------------------------
১২)
নতুন বছর আসছে বলে
-----------------------
নতুন বছর আসছে বলে,বুকের ভিতর উঠছে ঢেউ
নতুন বছর আসছে বলে নতুন করে আসছে কেউ?
আসছে বলেই নববর্ষ লাফাচ্ছ খুব মনে,
ভাবছ না তো থাকবে যে কে থাকবে না কোন জনে।
নতুন বছর আসছে বলে আকাশ বাতাস রঙিন হলো
নতুন বছর আসছে বলে কেউ কি কারও মন রাঙালো?
আসছে বলেই নববর্ষ ফুরিয়ে যাচ্ছে জীবন
এই কথাটা ভাবার সুযোগ দিচ্ছে নাকি মন।
নতুন বছর নতুন বছর বলো তোমার নতুন খবর
নতুন বছর আসছে বলে জিনিষেরও কি কমলো দর?
নতুন বছর আসবে যাবে তাতে তোমার আমার কি?
আমরা তো সেই পুরনো গড্ডালিকা প্রবাহেই ভাসছি।
--------------------------------------------------------------
No comments:
Post a Comment