Saturday, 7 May 2022

শমিত কর্মকারের দুটি অণু কবিতা --


শমিত কর্মকারের দুটি অণু কবিতা --


নাচে মন


বইছে নদী ভাসছে তরী

ডাকছে ভোরের কত পাখি। 

নতুন ভোরের সূর্যোদয়টা

সকলে আমরা ভীষণ মনে রাখি। 

সবুজ ঘাসে হাঁটতে হাঁটতে

কতো কিছু মনে পড়তে পারে।


            -------------


নব আনন্দ


আসে নতুন বছর নিয়ে আসে আশা, 

আমার তোমার মনে বাঁধে অনেক বাসা। 

কি করবো কি করবো ভেবে যে না পাই, 

বসে বসে পথ খুঁজি যে তাই। 

আসে উৎসব একের পর এক, 

এ যে আনন্দ অনেক।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...