সহবাস---- শক্তিপ্রসাদ ঘোষ
আমারা পরস্পরের স্বাদ নিই
লেপটে থাকা যাপন
ক্রিয়াপদের সাথে যৌথবাস
অলীক প্রণয়ে ঘুমিয়ে
থাকা যাবজ্জীবন
জানার ইচ্ছার ঘ্রাণ
সুদক্ষ ভাবে বহতা নদী
মিশে যাওয়া দিগন্তরেখা।
------- +-------
মাননীয়
সম্পাদক
নমস্কার নেবেন, একটি কবিতা পাঠালাম,
প্রকাশিত হলে আনন্দিত হব।
শক্তিপ্রসাদ ঘোষ
রবীন্দ্রনগর,নিউটাউন
কোচবিহার-৭৩৬১০১
মোঃ- ৯৭৩৩০১৭৭৪৯
No comments:
Post a Comment