Friday, 6 May 2022

দেনা -পাওনা--দুর্গাদাস মিদ্যা

 


দেনা -পাওনা--দুর্গাদাস  মিদ্যা


      বিকল্প রাত্রির মতো তুমি এসো

       ভালবেসো ঘন অমাবস্যা হয়ে। 

        চলাচল হোক ছলছলে নদীটির মতো। 

       হয়তো বা আমার আগোছালো সংসার

       তবু ঘর হোক শান্ত সমীর। স্বপ্নের খোলসে

       ঢাকা থাক  দুজনের ভবিষ্যৎ। যদি সহমত

       হও তবে ওত পেতে থাকো আমি কখন 

        আসবো ঘরে সব চরাচর ঘুরে।  তখন তুমি 

       সুরে সুরে ভরে দেবে আমার ক্লান্ত প্রাণ । 

        আমার ভালোবাসা হবে প্রণয়ের প্রতিদান। 

    :--------------------------------------------------------- 

                      দুর্গাদাস  মিদ্যা। 

            ২৪/৬৬ নাবালিয়া পাড়া রোড

                     কলকাতা:---৭০০০০৮। 

                 মোবাইল :--৯৮৭৪১৮১০৬৭।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...