Thursday, 5 May 2022

বৈষম্য--ঈশিতা পাল



বৈষম্য--ঈশিতা পাল


তোমাদের বড়দিন সোয়েটার জ্যাকেটে রঙিন,

শীতে আমার ছেঁড়া জামায় কষ্টে কাটে দিন।

তোমাদের বড়দিন পার্কস্ট্রীটে আলোর রোশনাই,

আমার সারা দিন পাতা কুড়নো খালি পা-য়।

তোমাদের শীতের আমেজ ধোঁয়া ওঠা কফির চুমুকে,

আমি একবেলা খাই পেটের খিদে চেপে রেখে।

নরম কম্বলের নীচে তোমরা খোঁজ শরীরের ওম,

আমাদের শরীর ছেঁড়া কাঁথায় হয়নাকো গরম।

তোমাদের ক্লাবে উল্লাস বড়দিনের পার্টি বেহিসেবী জীবন,

না পাওয়ার বেদনায় নিম্নবিত্তের কেঁদে চলে মন।

বড়দিন আসে বার বার,ধনী-দরিদ্রের অমিল ঘোচে না

বৈষম্যের কাঁটায় চেনা পৃথিবী মনে হয় কত অচেনা।


বিভাগ:-কবিতা

শিরোনাম:-স্মৃতি

কবি:-ঈশিতা পাল


আজ আমি ছোটটি নেই কোলে ওঠার মত,

দাদু-দিদা কেউ নেই,বায়না আবদার যত-

আছে শুধুই স্মৃতিজোড়া মুক্তো রাশি রাশি,

আমিও একদিন স্মৃতি হব,পাচ্ছে ভেবে হাসি।

পদ্মপাতায় জলের মত টলটলে এই জীবন,

ধরতে গেলেই ফসকে যায় মুঠোর বালির মতন-

দিন গুজরান স্মৃতির সৌধে এক একটা ইঁট গাঁথি,

একদিন সব হারিয়ে যাবে যতই খুঁজি আঁতিপাঁতি।



নাম:-ঈশিতা পাল।

ঠিকানা:-বেঙ্গালুরু,কর্ণাটক,ভারত।

ফোন নম্বর:-8867818813

Whtsapp no:-8123471779

মেইল আইডি:- piu.tukun@gmail.com


No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...