কানু-রাই সংবাদ--অভিষেক মণ্ডল
ছল ছল আঁখি খুঁজি প্রাণপাখি
চাহিয়া গগণ পানে,
রাই কত কান্দে জলদ এর ছন্দে
মহা বিরহের গানে।
কোথা পাই কানু উদিল না ভানু
জীবনে নামিল আঁধার,
তবু খুঁজে যাই দেখা যদি পাই
ঘর-দোর-বন-বাদাড়।
ঐ দূরে বাজে শুন মাঝে মাঝে
মিষ্টি- মধুর বাঁশি,
ভাবি রাধা ধনে উদাসীন মনে
এই বুঝি কানু আসি।
বেলা বয়ে যায় সখী কানে কয়
' আর নাহি কান্দো রাধা ',
' কৃষ্ণে জীবন কৃষ্ণে মরণ
কৃষ্ণেই প্রাণ বাঁধা '।
এই বলি রাই কানু খোঁজে যাই
ঘুরিয়া বেড়ায় মাঠে,
তবু নাহি পায় কি কপাল হায়
যাই যমুনার ঘাটে।
পথে পথে চলে রাধা মন বলে
' দেখা দাও ঘনশ্যাম ,
আমি সীতা হব বনবাসী রব
তুমি হবে মোর রাম '।
দ্রুত আসে ধেণু নড়ে ওঠে বেণু
পিছে চলে গাভীগণ,
মৃদু কম্পণ আকুলিত মন
ফিরিলে কি হে সুজন!
ভেসে আসে বাঁশি নড়ে কেশরাশি
প্রবল বেগের ঢল,
ললিতা ও ছুটে রাধা পিছে পিছে
না ফুরাইল আঁখিজল।
শেষে কানু এল রাধা কাছে গেল
যুগল মূরতি ধরি,
সাথে সখাগণ নাচে অগণন
লীলা রচিছে হরি।
এ প্রেমের কথা হয় নি কো বৃথা
যুগে যুগে আলোচিত,
প্রতি ঘরে ঘরে কহে নরবরে
শুনে সবে মুখরিত।
প্রেমেই ভক্তি প্রেমেই মুক্তি
প্রেমেই স্বর্গসুখ,
প্রেমরস পান করি ভক্তগণ
গর্বে ফোলাও বুক।
নাম :- অভিষেক মণ্ডল।
মান ঠিকানা:-
শ্রীভবন, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির,বেলুড় মঠ।
থানা :- বালি।
জেলা :- হাওড়া।
পিনকোড:-৭১১২০২।
ফোন নং + হোয়াস্টস অ্যাপ নং :- ৯০৬৪২০৩০১৯
No comments:
Post a Comment