Thursday, 5 May 2022

মৃত্যু কে নিয়ে তপন তরফদার


মৃত্যুকে নিয়ে

তপন  তরফদার

 

মৃত্যু আছে বলেই

সূর্যের  আলো এতো উজ্জ্বল মনে হয়

মৃত্যু  আছে বলেই

অন্ধকার জীবনের কালো রঙ দেখা দেয়

মৃত্যু  আছে বলেই

পূর্ণিমার  ফুলেল চাঁদের আলো ভালোবাসি

মৃত্যু  আছে বলেই

এ জীবন এত সুন্দর মোহময়  মোহিনী

মৃত্যু  আছে বলেই

ধরা দেয় এই মহাবিশ্বের মহা জটিলতা

মৃত্যু  আছে বলেই

শব্দ সুরের  সমন্বয়ে গাই জীবনের  গান

মৃত্যু  আছে বলেই

বট শিরীষ অশত্থ বৃক্ষের পাতায় বাতাস বয়


মৃত্যু  আছে বলেই

হিজল করঞ্জা জারুল দেবদারু দোলা দেয়

মৃত্যু  আছে বলেই

গোলাপের গন্ধ জীবনের ঘ্রাণে স্বাদ এনে দেয়

মৃত্যু  আছে বলেই

ময়না কোকিলের কন্ঠে বসন্তের  সুর শোনা যায়

মৃত্যু  আছে বলেই

সুনীল সাগর  নদী ঝর্ণা তরঙ্গের কলতান গায়।


মৃত্যুকেই ব্রাত্য করে মেটাই আজন্মের ক্ষুধা

এক এক নতুন  জীবনের অঙ্গীকারের সঙ্গী হই

তোমাকে ছুঁয়ে ফিরে পাই এক অনিকেত জীবন


মৃত্যু এক মাধুকরী করা দীর্ঘকালের তীর্থযাত্রা

মৃত্যু আছে বলেই প্রার্থিত জীবনের আকাঙ্ক্ষাকে পাওয়া  


পড়ন্ত বেলায় সাধের জীবনে  মৃত্যু ধ্রুব সত্য জেনেও

 উজ্জ্বল আনন্দময় সত্ত্বার গভীরে বাঁচি

আলোর জীবন এঁকে যেতে চাই রামধনুর সব রং

মহান পৃথিবী  প্রণম্য পৃথিবী লহ মোর আভূমি প্রণাম।


**তপন তরফদার। প্রেমবাজার( অই অই টি) খড়্গপুর 721306

ফোন ও হোয়াটসঅ্যাপ  9434077490





No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...