বহ্নি শিখার (উষা দত্ত) তিনটি কবিতা--
ডাক
বহ্নি শিখা (উষা দত্ত)
এমন করেই ডাকো যেনো পাহাড় পর্বত ভেঙে ছুটে আসে।
ধ্যান ভেঙে চলে আসেন স্বয়ং ঈশ্বরও আত্মমগ্ন পদ্মাসন ছেড়ে।
সূচবেঁধার স্পর্ধা রাখলেও সে ডাক ফিরে আসবে তোমার কাছে,
ডাকতেই যদি হয় ভেতরটাকে স্বচ্ছ আয়নায় দেখে নেয়া ভালো।
------------
চলে যাচ্ছি
চলে যাচ্ছি শব্দটি শুনলেই বুকের ভিতরটা
কুঁকড়ে যায়
বাইরে পা রাখলে সবারই ফিরে আসতে হয় স্ব স্ব ঠিকানায়,
তবুও,চলে যাচ্ছি কথা দুটি মনের ভিতর চরম শূন্যতার উদ্রেক করে
রণিত হতে থাকে জ্যামিতিক সরল রেখা ধরে বিস্তৃতির অনেক দূরে৷
মন গাছ**
সকাল বেলায় ডাকে কোকিল
টুয়ো টুয়ো, সপ্তমে
ঘুম ভেঙে সে যায় পালিয়ে
মেজাজ চড়ে অষ্টমে ।
ভাঙা ঘুমের চোখে ভাসে
নিহাস কাজের যান্তনা
কানে বাজে স্বরটি আকুল
সে কি পেলো সান্ত্বনা?
ডাক পাঠায় সে মনটাতে কার
মন গাছটার এ মগডালে
উড়াল-পাড়াল করে যেনো
ছিলাম যে তার কোনকালে
সারাদিনের ইষ্ট ভজন!
সংসার কূপের লাঞ্ছনা
মন খারাপে কাটে সময়
হয় না পূরণ বাঞ্ছনা
পায় না যে মন মনের নাগাল
গহীণ রাত-ভোর সকাল-বিকাল।
মনের মাঝে মনের আকাল
মন খুঁজে দেয় বনের রাখাল।।
-------------------------------------
No comments:
Post a Comment