Friday, 6 May 2022

জীবনের অভিসারে -- মহাজিস মণ্ডল


জীবনের অভিসারে

মহাজিস মণ্ডল


সময়ের নদী ছুঁয়ে দেখি

আলো আর অন্ধকার

পরস্পর খেলা করে


শূন্যতারা বসে নেই কোথাও

নিরুদ্দেশে উড়ে যাচ্ছে মেঘ

অবিশ্রান্ত বৃষ্টির খোঁজে


স্বপ্ন বুকে প্রদীপের মতো জ্বলে

নক্ষত্রও জ্বলে আকাশে

অনন্ত জীবনের অভিসারে...



No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...