প্রিন্সেপ ঘাট
--ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
এই প্রিন্সেপ ঘাটে
গিয়েছিনু এক সন্ধ্যায়।
দ্বিতীয় সেতুর থামের নীচে
বসেছিনু যেথা মন চায়।
সবুজ ঘাসের গালিচায় বসে
চেয়েছি অদূরে খানিক,
ঝলসে উঠেছে চোখের সুমুখে
প্রেমের শতেক মানিক।
নবীন, প্রবীণ, তরুণ, যুবক
নবীনা-প্রবীণা-যুবতী,
মুঠো মুঠো বায়ু বুকে ভরে তারা
জীবনে দিয়েছে গতি।
চেয়ে আছি সুখে স্মৃতি অভিমুখে
আলো ঝলমল সন্ধ্যা,
সারি সারি প্রেম বিকশিত হেম
হাসিছে রজনীগন্ধা।
বিভোর দৃষ্টি পায় যে পুষ্টি
আমোদ মনের কুহরে,
জীবনের বুকে আছে মিশে সুখে
সুন্দর এই প্রহরে।
চকিতে স্বপ্ন ভেঙ্গে হল খান
চক্ররেলের শব্দে,
আবেশে মিশিল বাস্তব বোধ
মন নত হল জব্দে।
যেতে যেতে মন হল উচাটন
হৃদয় করে যে আনচান,
প্রেম আছে বলে জীবন মধুর
নইলে তো সে খান খান।
প্রিন্সেপ ঘাট ভাল লাগে কেন
খুলেছি স্মৃতির ঝাঁপি,
জেমস প্রিন্সেপ পাঠ করে দেখি
অশোকের শিলালিপি।
No comments:
Post a Comment