সাঁঝেরবেলা--অগ্নিশ্বর সরকার
আকাশ জুড়ে মেঘের খেলা
বাড়ি চল, থাকতে বেলা,
ভ্রমর ফুলে খাচ্ছে মধু
পুকুর ঘাটে গাঁয়ের বধূ।
রাখাল ছেলে চড়ায় গরু
ফেরার পথ আল সরু,
গাছে ঝোলে আম সবুজ
মেরোনা ঢিল, হয়োনা অবুঝ।
চাষি ফেরে বাড়ির পথে
জোড়া বলদ নিয়ে সাথে,
চায়ের দোকান পথের ধারে
ক্লান্ত পথিক গল্প করে।
উলু ধ্বনি উঠল বেজে
আজান তখন মনের মাঝে,
খেলছে মাঠে ছেলের দল
একপাশে ক্রিকেট অন্যপাশে ফুটবল।
No comments:
Post a Comment