বসন্ত কণ -- তাপসকিরণ রায়
অকাল হাওয়ায় বসন্ত ছুটে যাচ্ছে দেখো--
কিছু দুরন্ত হাওয়া, তুমি এলোমেলো,
অবিন্যস্ত চুলের ফাঁকের দৃশ্যাবলী।
কখনও পলাশ খুঁজে ফিরতে ফিরতে
ঠিঠুর শীতের মাঝে কাল হারিয়ে যায়--
কিছু চাঁদ আলোয় তোমার বনজ শরীর ঘ্রাণ।
অকাল বৃষ্টি খরায় ধূসর বসন্ত সময় ছুটে যাচ্ছে দেখো--
আমাদের শরীরে সোঁদা গন্ধ, ডুবে থাকা প্রচ্ছন্ন অপরাধ,
মনের প্রশাখায় প্রেমিকার ঘ্রাণ শুঁকি...
বাসি রজনীগন্ধা,
মজা বিছানার বাস, অভ্যাসের স্যাঁতস্যাঁতে আর্দ্র মন
আজ বসন্ত ছুঁয়ে আছে নিমগ্ন প্রেমের দৈহ্য দেওয়াল,
মহুয়া ঘ্রাণের মাঝে
প্রেমিকা চেটে যাচ্ছে তোমার ল্যাশল্যাশে ঠোঁট--।
তবু ছটাক খানেক সৌরভ
কোনও গোধূলি রঙ তোমার পলাশ ঠোঁটে না হয়
লেগে থাক এক কণ বসন্ত।
1 comment:
অসাধারণ
Post a Comment