Friday 6 May 2022

যুদ্ধকথা মনিরুজ্জামান প্রমউখ


যুদ্ধকথা 

মনিরুজ্জামান প্রমউখ 

------------------------------------- 

বারবার যুদ্ধের দামামা গড়ে 

কী পাও তোমরা? 


ক্ষত আর যন্ত্রণার 

অভিশপ্ত পাড় ভেঙ্গে 

যোদ্ধা পৌঁছে স্বর্গে। 

সেখানে তার দেশ, সন্তান, 

প্রিয়তমার হাত অধরা। 


অচেনা নগরী আর নাগরিক 

জানেনা রক্তলালের সমীক্ষা।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...