Friday, 6 May 2022

তুমি থেকো* - ইমতিয়াজ কবির

 


*তুমি থেকো*

           - ইমতিয়াজ কবির 


তুমি আছো তাই

আজো সবুজের দেখা পাই

তুমি আছো তাই 

আজো পাখি গান শোনায়

অগ্রগামী সভ্য মোরা

অগ্রগতির শিখরে চড়ে,

নতুনের নামে ভাঙি

স্থায়ী চির নতুন

সৃষ্টির ব্যর্থ প্রচেষ্টায়!

নিজেদেরই করি উদ্বাস্তু

সীমাহীন ছাদের নীচে;

প্রকান্ড অট্টালিকাও

দেয়না নির্ভরতা , নিশ্চ়য়তার আশ্বাস।

তবু বেঁচে আছি সরীসৃপের মত

ধোঁয়া শুধুই ধোঁয়া চারিদিকে

নেই সর্বভুক নেই শিখা 

আছো তুমি প্রাণে বিশ্বাস!

কাঁদে আজও সবুজের ফাঁকে

নিঃস্বার্থ সভ্যতার মূল্যদাতা!

ওদনহীনা শূন্য জঠর দুর্বল পানি

আম্বরহীনা মুন্ড- কলেবর উচুঁ তর্জনী,

ধর্ম কর্ম বেচেছি সস্তায়

কিনেছি অচল মান বস্তায়

সভ্যতার নামে ছড়ায়ে অসভ্যতা

পণ্য করেছি রমণী- নন্দিনী- জননী!


মিশায়ে গরল সমীরণে সাজি বিশ্বত্রাতা

অর্ঘ্য- সম ভ্রান্তি বিলাস

কুজন - আধি শুনবে কৈলাশ?

কার তরে মান কিসের অভিমান

কোন লোভে শত- প্রাণ করছি হনন!

শতবর্ষ ধোয়া ললাট

ঠুকিলেও ঠকা ঠক

পন্ডশ্রম করবে চাতক

তবু নাহি ঘুচবে পাতক।

জীব হয়েও না জীব - সেবা

মিছে তবে যাবি ' কাবা ' !

ভদ্র নয় তুই ইতর হবি

জিন্দা হলেও তুই যে ছবি 

চালাক ভাবিস? বড়ই বোকা

নিজেই নিজেকে দিচ্ছি ধোঁকা

যোগ বিয়োগের হিসাব ভুলে

মানুষ হ ' ভাই বদ্ধ- মূলে। 



No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...