শ্যামাপ্রসাদ সরকারের দুটি কবিতা --
স্বেচ্ছা...
আমার পার্থিব আমি
তোমার কাছে জমা করে দিয়েছি বলে
শুধু অপার্থিব প্রেমকে কাছে রেখে দিয়েছিলাম।
আবেগমহলে সে এসে বসত করুক
ঠোঁটের পলাশবিতানে একা পদচারণায়
দিয়ে যাক গোপনে সেই ঘুঙুরের ডাক।
সেদিন সে ডেকেছিল বলে
আজ না হয় চলে যেতে চাইলাম!
ক্ষমা চেয়ে জীর্ণ মুঠোয় বাড়ানো
যা ছেড়ে দেব বলে কথা দিয়েছি,
আসল সম্পদভার, প্রেম বেলাগাম!
অপসৃয়মান
কি করে বোঝাব আর
ওষ্ঠে অঙ্গুলী ছুঁয়ে
তুমি আমাকে আসলে
স্তব্ধ থাকতেই বলেছ।
বিষপানে অমোঘ মৃত্যুর যাচনা
তোমার অরণ্যমেখলা দেখেও
আমি তো চেয়েছি, কতবার।
শখের অলকানন্দা জলে ডুবে গেছি
তন্মধ্য আসঙ্গের খড়কুটো
শুধু ধরতে চেয়ে, চিৎকার করেছি!
কি নির্মোহ দৃষ্টিপাতে,
তুমি একাকীত্বের সাধনায়
আমাকে ক্রমশ সিদ্ধ করতেই চেয়েছ!
হে ভাবীকাল!
তবুও তুমি দূরাগত কেন?
কেন ছেড়ে গিয়েও বারংবার,
রেখে গেছ অভ্যাসের ডাকনাম!
.....
26/04/2022
No comments:
Post a Comment