Friday, 6 May 2022

যেখানে উপসংহার--সীমা ব্যানার্জী রায়


যেখানে উপসংহার--সীমা ব্যানার্জী রায়


পৃথিবীতে বড় বেশী দুঃখ আমি পেয়ে গেছি, অবিশ্বাসে

প্রহরীর মতো একা, সুখ ও অসুখ নিয়ে ওষ্ঠাধর ত্রাসে

:

নিজেই বেছেছি এই পথ, ফেরার অন্য নেই পথ

জীবন ও মানুষের হাঁটা চলার ভাষা-বড় বেশি শ্লথ

:

'ভাষা' শব্দটি যেন প্রকৃতির গাণিতিক সংকেতের খেলা

পরস্পর কথা বলে, স্বপ্নের ভিতর এক স্বপ্ন দুয়ার খোলা 

:

তীব্রভাবে বেজে ওঠে কৃ্তঘ্ন শব্দের রাশি

এখন আমার ধ্যান আর বিস্মরণ নয়, কেবলি রশি

:

যেন আমি পার্থিব আলোয় খুঁজি  জীবনে বিস্ময়ের অশ্রুজল

সামান্য শরীর ঘিরে পরে নিয়েছি অনন্তের কঠিন শৃঙ্খল 

:

এত আলো-বাতাস, তবু দীর্ঘশ্বাসে দুলে ওঠে বিষণ্ণতা 

জীবনের নিয়ম ও নিয়মহীনতায় সর্বনাশা শূন্যতা

     :

     হাহাকার মেশা উচ্চারণে আমি পরিত্রাণ চাই

     মুহূর্ত বিমূর্ত হয়, দূরত্বকে শান্তি ভেবে যাই

     :

     অসহিষ্ণু বাসনায় নিজেকে ঢেকেছি অবিরত

     দিনের আলোয় ভীরু প্রাণ জোনাকির মতো

     :

     চতুর্দিকে জনারণ্য দেবে শুধু অতৃপ্তির জ্বালা

     ছোট ছোট সুখ দুঃখ নিয়ে বাঁচার নাম নিরালা

     : 

নিয়তি বদল করে, আলো-ছায়া -আলো ঘোরে পাংশু ঈর্ষার

তার চেয়ে, দূরে চলে যাবো, সীমার যেখানে উপসংহার


       ******

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...