Friday, 6 May 2022

বৈশাখে--তীর্থঙ্কর মৈত্র


বৈশাখে--তীর্থঙ্কর মৈত্র

   

চেয়েছে কবিতা এক তপনকিরণ দাবদাহে গ্রীষ্মে;

লিখি তাই বসে ঘরে, জানলার পাট খুলে, নানা দৃশ্যে

বৈশাখ তুলে আনি,আলনায় শাড়ি, জামা, ফ্যান ঘোরে;

সামান্য হাওয়ায় নড়ে--কামরাঙা পাতা,শালিকের ঘরে

ঝোলে খড়, ফাকা পড়ে--ব্যস্ত তারা বাসা তৈরীর  কাজে। 

এখনি ফিরবে বুঝি? ঠোঁটে করে খড় কোনো... কত বাজে?

সেদিকে খেয়াল নেই আমিও ওদের মতো দৃশ্যাবলী খুঁজে

জড়ো করি কবিতায়,  খোলা জানলায় যতোটুকু পাই, বুঝে

তুলে আনি, প্রকৃতির, দৃশ্যে থাকা শব্দ, বাণী,রূপ রস কিছু;

নতুন কবিতা চাই, বৈশাখ এসেছে যে বাংলায়,ঝুলছে  লিচু;

হয়তো কোথাও গাছে,আম কাঁঠালের দেশে, রস নেই হয়?

দুরন্ত কিশোর এক,রোদে ঘোরে---পাতি হাঁস কেন ডেকে যায় !! 

২৭/৪/২০২২

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...