Friday, 6 May 2022

সংক্ষেপে--প্রতীক মিত্র


সংক্ষেপে--প্রতীক মিত্র


পাশ কাটিয়ে দেখেছি বারবার:

বিষয় কিম্বা ভিড়

দুটোই থাকে অক্ষত।

বাকি থাকে সামলাবার

যে বোধ সেটা যদি খায় চিড়

তারপর না হয় করেই দিলাম

হিসেব-নিকেশ না করে দাম

নিজের মাথা নত।

একটা অজুহাত তো মিলবে ভিড়ে মিশে যাওয়ার।


*কোন্নগর-712235, হুগলী,পশ্চিমবঙ্গ

ফোন: 8902518417

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...