নবজন্ম
--সোমপ্রভা
প্রান্তিক সময় দুয়ার খুললে বেজে ওঠে নবজন্ম
চেতনায় খসে যায় নাড়ি
নিজেকে ভুলতে দিই অতিকথনের ঝোঁক।
দেদার আড্ডা - জমায়েত পুড়িয়ে দেয় চোখ
বৈঠকী সন্ধ্যায় বাড়তে থাকে কৌতূহল
দাঁতে ঠোঁট কামড়ে ঘুরে দাঁড়াচ্ছে বর্ষকামনা।
উদাসী হাওয়া ছুঁয়ে দিয়েই বলে ওঠে
এবার গোটাও নিজেকে। ভুলে যাও অতীত
আলতা পায়ের ছাপে হেসে উঠুক নবজন্ম।।
জারা সোমা বন্দ্যোপাধ্যায়
কোলকাতা বারাসাত
1 comment:
একটি সুন্দর কবিতা পেলাম। অনেক পত্রপত্রিকায় এঁর লেখা আমরা পড়েছি। ইনি জারা সোমা নামে পরিচিতা।
Post a Comment