আজ বসন্ত উৎসব--মনীষা কর বাগচীর দুটি কবিতা --
আজ বসন্ত উৎসব
ধীরে ধীরে ধীরে ধীরে নীরবে বয়ে চলেছে শারিতা। জোয়ার ভাটার টানাপোড়েন চলতেই থাকে। সোমত্ত যৌবনা বেগবতী। মরা গাঙ হতে কে বা চায়?
একশ একটা ক্ষত নিয়ে হোঁচট খেলাম সেদিন। চোখ খুলল। রঙিন স্বপ্নে ভর করে পৌঁছে গেলাম নীলপাহাড়ে। অপূর্ব মায়াময় আলোকছটা ভাসিয়ে দিল, ডুবিয়ে দিল বিশ্বচরাচর। বাঁচতে ইচ্ছে করল। খুব ইচ্ছে করল বাঁচতে।
হাত বাড়ালাম মহাশূন্যে। একটা শক্তহাতে বাঁধা পড়ল নিরন্ন মন। উদ্দাম কিশোরী। ছুটছে তো ছুটছেই। ধানের আল দিয়ে। পুকুর পাড় দিয়ে। হোগলার খেত, কাশবন, বেনারছোপ পেরিয়ে এখন সে পদ্মবিলে। বঁড়শিতে আধার গেঁথে ফেলেছে জলে। ধরবে মাছ। মাছ ধরবে অনেক।
মেঘ করবে। বৃষ্টি পড়বে। ঝুম বৃষ্টি। একই ছাতায় ভিজবে দুটি আকুল প্রাণ। দুজোড়া তৃষ্ণার্ত নয়ন। ঝড় উঠবে। বিদ্যুতের ঝলকানিতে শিহরিত হবে বৃক্ষরাজি। বাজ পড়বে। কেঁপে উঠবে ধরণী। কোনো ভয় নেই। মুখ লুকোবার বুকমহল পেয়ে গেছে সে। প্রথম প্রেমিকের বুক। খোলা আকাশ। অবারিত দ্বার। অন্তহীন ভালোবাসা। অপেক্ষা সমাপ্ত। এইত সুখ। একেই তো বলে বেঁচে থাকা। বাঁচতে চায় সবাই। সবাই বাঁচতে চায়।
এসো হাত ধরো। আবার শুরু থেকে শুরু করি। ফুল ফুটুক কৃষ্ণচূড়ায়। বসন্ত উৎসব আজ! আজ থেকে প্রতিদিনই বসন্ত উৎসব....
আর একটু এগুলেই সকাল
--------------------------------------
সুগন্ধি ফুল, বাহারি পাতাবাহার
জীবন্ত সকাল
সোনালী ধানে শিশিরের পরশ
জোনাকি খচিত রাত
জ্যোৎস্না চুঁইয়ে পড়ছে আম কাঁঠালের বনে
আলপথ বেয়ে নেমেছে তারাদের মিছিল
সবকিছু ঠিকঠাক
ঠিকঠাক সবকিছু
শুধু মানুষের ঘর আলোহীন
ফিসফাস ফিসফাস আকাশ জুড়ে
কান্না ভেজা বাতাস
অমঙ্গলের সাইরেন বেজে চলেছে
ছুটছি সবাই
সবাই ছুটছি
যাবো কোথায়? জানা আছে ঠিকানা?
ঠিকানা খুঁজছি
দু'হাতে সরিয়ে দিয়ে কফন
রাস্তা বানিয়ে চলেছি
ভয় নেই আর
আর একটু এগুলেই সকাল
ঝলমলে রোদ্দুর...
No comments:
Post a Comment