Thursday, 5 May 2022

প্রেরণা বড়ালের দুটি কবিতা--


প্রেরণা বড়ালের দুটি কবিতা--


হাসি


দুঃখ যত অন্তরে থাক, 

হাসি থাকুক মুখে।

চলার সাথী বন্ধু আমার, 

তুমি থাক সুখে। 

ভাল মন্দ এ সংসারে, 

লুকোচুরির খেলা।

প্রাণের মাঝে রাখতে হবে,

রাম ধনুর ওই মেলা।

হাসতে শেখো হাসতে শেখাও,

বাসতে হবে ভাল।

তবেই হবে এ জগতটা,

অনেক অনেক ভাল।


রাত



গভীর রাতে,

ঝিঁঝিঁ ডাকে।

আঁখি পাতে, 

ছবি আঁকে।

জ্বালছে আলো,

জোনাকিরা।

শেয়াল গুলো,

ডেকে সারা।

রাত জাগা ওই,

পাখির সুরে,

মনটা কেন,

কেঁদে ফেরে।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...