Thursday, 5 May 2022

নিজের দেশ--রূপালী মুখোপাধ্যায়


নিজের দেশ--
রূপালী মুখোপাধ্যায়

দুর্গাপুর,পশ্চিম বর্ধমান 



খোকা আমার ঘুরে এলো দেশ বিদেশের হাট

প্রথমে তো ভেবে ছিলো তুলবে দেশের পাট ।

কোথায় পাবে এমন দেশ?

রূপের যার নেইকো শেষ 

আবার এসে আঁকড়ে ধরে এই দেশেরই মাঠ ।


ইউ এস এতে চকচকে সব নয়তো আসল সোনা 

আসল সোনা আমার দেশে মাঠের মধ্যে বোনা ।

সবুজ সবুজ মাঠ যে ভরা 

সুন্দরী সে হৃদয় হরা

মিঠে জলের স্বাদ অপরূপ নয়কো খেতে লোনা।


শিউলি তলায় বিছানো ফুল কি অপরূপ দৃশ্য 

কংক্রিটের ওই জঙ্গলেতে ভাবনা অবিশ্বাস্য ।

তুলবে ফুল গাঁথবে মালা 

জুড়াবে যে হৃদয় জ্বালা 

দেশকে ছেড়ে গেলে পরে হবেই সে যে নিঃস্ব।


বিদেশ গিয়ে বুঝলো খোকা দেশের কত দাম 

সব দেশেতেই শুনতে পায় বিশ্ব কবির নাম ।

তাও যদি কেউ ছেড়ে থাকে 

আস্ত বোকা বলবো  তাকে 

ধন্য হলো জীবন তার ভারত ভূমি জন্মধাম।

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...