Thursday, 5 May 2022

বৃষ্টিদিনের স্মৃতি--কৌশিক চক্রবর্ত্তী

 


বৃষ্টিদিনের স্মৃতি--কৌশিক চক্রবর্ত্তী


ধ্বংস হলে আবার এসে বসব তোমার পাশে

পাবার কিছু নাই বা থাকুক নতুন সর্বনাশে

ফিরতে হলে ফিরব চেয়ে

তোমার হাতের রাস্তা বেয়ে

আলোর রেখায় খুঁজব অতীত ধার করা নিঃশ্বাসে।


রাখব আবার মেঘের থেকে গুছিয়ে নেয়া রোদ

ফিরিয়ে দেব সেসব ধুলো, আজন্ম শোধবোধ

নিঙড়ে নেব নিজের কাছে

তামাম যত বৃষ্টি আছে

শহর জুড়ে ভিজুক সবাই, উঠুক অবরোধ।


নজর থেকে ঘোরাই যখন গভীর জলের স্মৃতি

সব মাছেরাই সাক্ষী হয়ে কাটায় স্রোতের ভীতি

তখন তোমার সঙ্গী হলে

ট্রাফিক পুলিশ দুহাত তোলে

বিচার শেষে আমিও খালাস, চিরকালীন রীতি


আমার কাছে তোমার নামে নতুন ডেবিট বুক

হিসাবখাতে ধর্না দিয়ে পাল্টেছি ভুলচুক

এমন কিছু খুচরো দেনা

ভেজায় শরীর, আর ফেরেনা

নজর কেড়ে নগরবাউল চিনবে আমার মুখ।


দিন আসে আর রাত ফিরে যায় তুমিই থাকো একই

আলতো মেঘের আঁচড়গুলো সঠিক এঁকে রাখি

এবার থেকে সেসব দাগে

নাছোড় দাবী অস্তরাগে

জানব তখন বৃষ্টি দিনের বদলানো সংজ্ঞা কী।. 



কৌশিক চক্রবর্ত্তী 

কোন্নগর, হুগলি 

ফোন - 9433759247

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...