Thursday, 5 May 2022

সম্পাদকের কলমে--


সম্পাদকের কলমে--

লেখালেখি অনেকটা মনের ব্যাপার। যখন সময় কাটতে চায় না, মন ভারাক্রান্ত হয়ে পড়ে, সবকিছু ভুলে যাবার তাগিদে আমরা অনেকেই কলম ধরি। এতে অন্তত মানসিক সান্তনাটুকু আমরা খুঁজে পেতে পারি। নিজেকে কিছুটা সহজ স্বচ্ছন্দ অনুভব করতে পারি।

অর্থের দিক থেকে প্রাধান্য না দিয়েই শুধু মন সংযুক্তির জন্য আমরা মনের কথা গল্প কবিতায় লিখে যাই।

আমাদের অনেকের কাছে আবার লেখাটা অনেকটা নেশার মত মনে হয়। রং পানিয়ের পিপাসায় অনেকে যেমন মাতাল হতে চাই। তেমনি কুণ্ঠা দুঃখ বিষাদ লেখালিখির মধ্যে দিয়ে ভুলে যেতে চাই। 

লেখার মধ্যে ডুবে থেকে নিজের মনের প্রকাশ, শোক-সন্তাপ, প্রেমভাবনা আমরা উজার করে দিই, নিজেকে মেলে ধরতে পারার মনন বুঝি মন পাতার ভাবনা থেকেই উঠে আসে!

অবশেষে অনুরোধ, আমাদের কবিতা পত্রিকা, স্বরধ্বনি পড়ুন। কবির মনের ভাব ভাবনা প্রতিফলিত হোক পরস্পরের মন দর্পণে, মন্তব্যে উঠে আসুক ভালো মন্দের বিচার। নিবেদন ইতি-- তাপসকিরণ রায়।

সহ সম্পাদকের কলমে--বৈশাখ এলে রঙ তুলি দিয়ে এ হৃদয় ছবি আঁকে, আনন্দ গানে মেতে ওঠে প্রাণ পঁচিশে এ বৈশাখে

সত্যিই, বৈশাখ মাস এলেই মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে। সে হয়তো নতুন বছরের আগমনের কারণে যে খানিকটা হয়না এমন নয়, তবে এই আনন্দের বিশেষ কারণটা হলো এটা কবিগুরুর জন্মের মাস। আর কী আশ্চর্য! তাঁর সব পরিচয় ছাপিয়ে  বড়ো হয়ে ওঠে কবি পরিচয়। 

পয়লা বৈশাখের পর একটা একটা করে দিনগুলো পার হয়ে ঝপ করে এসে পড়ে পঁচিশে  বৈশাখ। পঁচিশে বৈশাখে ,প্রখর তপ্ত দহনের দিনে যেন প্রাণের প্রবাহ ধারা যায় বয়ে। সবাই  উচ্ছ্বাসে মেতে ওঠে। মেতে ওঠে কবিতায়, গানে। এই অনাবিল আনন্দে সামিল হতে আমরাও সকল দুঃখ-দৈন্য, ক্লান্তি ,শ্রান্তি ভুলে মেতে উঠতে চাই কবিতার মধ্যে।--সাবিত্রী দাস। 

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...