রাত ভর রোমান্টিক গল্প--সন্ধ্যা রায়
রাত ভর রোমান্টিক গল্প মানে তুমি তার প্রেমিকা নও, পারমিতা !
সাক্ষাতের অপেক্ষায় আমি।
ইচ্ছে ভালোবাসার অনুভূতিগুলোকে কবর দিয়েছি--
জমাট বাঁধা বেদনাকে মুছে ফেলেছি,
ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে জমিয়েছি এক আকাশ স্মৃতি।
সত্যি ভুলতে পেরেছো কি আমাকে পারমিতা?
একরাশ অভিমান বুকভরা অক্লান্ত বেদনারা স্বপ্নের ভীড় করে আমার চোখের পলকে
আঙ্গুলের ফাঁক গোলিয়ে চলে গেছো মনে হয়।
মনে করে দেখেছ কি হাতটা আমার হাতেই ধরা!
অকথিত চোখের জল, ব্যথিত মনের গুমরানি সহ্য হয় না আর, পারমিতা!
বিশ্বাসগুলো আর বেঁচে নেই সব হারিয়ে গেছে--
হে মাটি মা দুভাগ হও মুখ লুকিয়েই বাঁচি।
No comments:
Post a Comment