Friday, 6 May 2022

গ্রামের পথে--গৌরী মৈত্র


গ্রামের পথে--
গৌরী মৈত্র 


বৈশাখী ধুলোর ঢল,মরু চরাচরে জীবন জেগেছে, 

বাতাসেও বেড়েছে উষ্ণতা, তাই বনস্পতির কামনা 

তীব্র এখন জ্বলন্ত রুক্ষতায়,ক্রমশঃ সে দাহ

পৌঁছে যাবে বর্ষার মেঘমালায়;

এই অভিরুচি নিয়ে গ্রাম্য পাখিটি ছুঁড়ে দিলো হঠাৎ 

প্রশ্ন কুহূ ঃ খেয়ালী মেয়েটি চলে গেছে নাকি চৈত্রমাসে

শেষের তারিখে? ধুলোভরা বাতাসে ভর দিয়ে এক

শূন্য ডাল নেচে উঠলো, জানে নাকি ও জবাবটা! 

এভাবেই যাতায়াতে পুনঃ পুনঃ দৃৃশ্যাবলী পাল্টে যায়, 

পাল্টায় হৃদয়ের বসন্ত, বৈশাখ,এই চৈত্রের মাস--

1 comment:

tapaskiran ray said...

প্রকৃতিকে দেখে তাকে অনুভব করতে অনেকেই পারেন। কিন্তু তাকে লেখার মাধ্যমে সুন্দর বাস্তব করে তোলা সহজ হয়ে ওঠে না। এ কবিতায় সে দৃষ্টান্ত আমরা খুঁজে পেলাম। লেখিকা তাঁর, গ্রামের পথে, কবিতাটি এখানে সুন্দর ভাবে প্রকাশ করেছেন।

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...