Friday, 6 May 2022

কৌশিক গাঙ্গুলির একগুচ্ছ কবিতা--

 


কৌশিক গাঙ্গুলির একগুচ্ছ কবিতা--

স্বপ্নের মানুষ'


অন্ধ নই, বধির নই,

নই রক্ষকের ভক্ষক হওয়ার উদাহরণ। 

দুর্ভাগ্যের সৌজন্যে দিশাহারা তবু

ভালোবাসা পেতে আর দিতে এখনো 

ভালো লাগে, প্রকৃত মানুষের সন্ধান পেতে তোলপাড় করি কত মানুষের ভিড় ও মিছিল।  আদর্শহীন আর ধান্দাবাজদের জয়জয়কার দেখেও বোকার মতন স্বপ্ন দেখি কিছু ভালোর। 

অসভ্যতা, মিথ্যার গর্জন, দুষ্টের নির্মমতা আমাকে ব্যথিত করে, চোখে আসে জল। একজন ব্যর্থ মানুষ এই সমাজে - 

অর্থ, চাকচিক্যহীন একজন মানুষ যে শুধু নিজস্ব আঙ্গিকে লিখে চলে সময়ের কবিতা, রক্ত অক্ষরে, তাতে শুধু জীবন যন্ত্রণা। 

হে দেশ, এই মোসাহেব আর ধূর্তদের ভিড়ে আমি বড় বেমানান, তবু ভালোবেসে হেরে যেতে যেতে খুঁজে পাবো স্বপ্নের মানুষ।


কাব্য


দিন গেল রাত গেল

শব্দ বহে যায়,

অক্ষর যাপনের জ্বালা

শিরায় শিরায়,

প্রেম নাহি আসে

এই শুষ্ক হৃদয়ে,

যন্ত্রণার কাব্য শুধু

লেখা হয়ে যায়।


"বসন্ত"


কি এসে গেল তাতে যদি না তাকে পাও

তবে ঘুরে ঘুরে খোঁজো খোঁজো পাবে যাকে চাও,

ভেঙে গেছে ঘর না পাও ঠিকানা

নীল লাল সাদা কালো সব চেনা,

প্রেম বিনা এ জগৎ মিথ্যা তাই

আসুক যন্ত্রণা তবু তোমাকেই শুধু চাই

কষ্ট করলে তবেই মিলবে চাহিদা যতো 

কেউ হয়না এ সমাজে কারোর মতো,

ওগো আমার বেদনায় তোমার কান্না আসে।

এই গোধূলির আলোতে দেখি যে সব সত্য ভাসে

 সবচেনা উত্তর মাখামাখি দেখো ঐ বসন্ত আসে।


"নষ্ট পদ্য " 


অহেতুক পরিবেশ দূষণ কিংবা এডস্ এসবে না মাথা ঘামিয়ে আসুন বুলাদি লুডো খেলি । মানুষ এখন হাসতে টিভিতে ভাঁড়ামো দেখে , কান্না দেখতে সিরিয়ালে ভালো চরিত্রের সততা উপভোগ করে , আদর্শ থাকে পাঠ্য বই এ আর কেউ ভালো থাকে না , ভান করে - সংবাদপত্রে সংবাদ নয় বিজ্ঞাপন দেখি , আড্ডায় পি এন পি সি আর কেচ্ছাচর্চা ও ফাঁকতালে বাতেলা প্রতিযোগিতা । লঘু , গুরু , সম্মান - অসম্মান সব গুলিয়ে গেছে , তেলিয়ে , ঠকিয়ে ,ভয় দেখিয়ে একদল কামিয়ে যাচ্ছে অন্যরা মুখে বুড়ো আঙুল চুষছে আর দাঁত কেলাচ্ছে । মেয়েরা মেকাপ করতে সময় নিক ,ছেলেরা তা তারিয়ে তারিয়ে দেখুক ,সৈন্যরা দেশের জন্য যুদ্ধ করুক , রাজনীতিবিদরা জলঘোলা । পাচুরা চা করুক দোকানে , টনিরা ইংলিশ মিডিয়ামে পরুক আর দুনম্বরিকে সেলাম , ভালোকে অবজ্ঞা, যে ডুবছে ডুবুক আমরা চোখ বুঝে থাকি তাই দেখতে ভুলে যাই সামনে পচাডোবা আছে নষ্ট হয়ে  যাওয়া এই সমাজের । 

আমার স্বভাব খারাপ , তাই বাজে কথাই লিখি , স্বজনহীন ,বন্ধুহীন , বিবেকহীন এই সমাজে শব্দখোঁচা রাখি ।  


ভগবান"


অপরাধীদের জয় জয়কারে

ভীতু ভগবান মুখ লুকিয়ে থাকে।

সততা মানুষকে দুর্বল করে তোলে,

ব্যর্থ বিবেক হার মেনে নেয় শয়তানের কাছে,

কাঁদতে কাঁদতে হৃদয় একসময় চুপ করে যায়।

নির্লজ্জ মানুষেরা বুক ফুলিয়ে ঘোরে,

আমরা গল্প বলি পুণ্যের যা সত্য নয়,

কারণ পাপীরা শাস্তি পায় না,

কষ্ট পায় হৃদয়বানেরা,

যারা ভালো কিছুর জন্যে

মৃত্যুকেও হাসিমুখে বরণ করে।

তবু এই অন্ধকার জগতে খারাপের ভালোতে

 লজ্জায় মুখ লুকোয় ভগবান।

1 comment:

tapaskiran ray said...

কবি কৌশিক গাঙ্গুলী বহুদিন ধরে লিখছেন। তাঁর লেখার ভাব ভাবনা একটা আলাদা মাত্রা এনে দেয়। ভাবনার গভীরতা মন ছুঁয়ে যায়। অনেক ধন্যবাদ কবিকে।

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...