Thursday, 5 May 2022

নিকট অথচ দূর--মহুয়া বিশ্বাস


নিকট অথচ দূর--মহুয়া বিশ্বাস

-----------------------------


নিকট অথচ দূর সম্পর্কের জালে আবৃত আমার  হৃদয়-চোখ-মন

প্রাণহীন....প্রায় মৃত‍্যু যন্ত্রনার অধিক;

চোখের ভুল পর্দার আড়ালে--

সেখানে নেই প্রাণের স্পন্দন... বন্ধন..

অগোচরেই শিথিল.....মিথ‍্যা আলিঙ্গনের চিত্রপটে;

যেন মায়াচ্ছন্ন ছায়াছবি;

অযথা বাকচাতুর্য....অযথা প্রসাধন অতিরঞ্জিত করার প্রয়াসে ব‍্যর্থ  হৃদয়ের সব ব‍্যকুলতা;

স্বাধীন হৃদয়েও  পরাধীনতার নির্মম দাসত্ব ;


বহু দূর থেকে ভেসে আসা 

বাতাসে ফুলের সুগন্ধের মতো মনের কোণে কোণে গভীর বিস্ময়ে পৌঁছে যাওয়া স্নিগ্ধতার মত সুদৃঢ় সম্বন্ধ হৃদয়ের গভীরে গড়তে চাই....

হৃদয়ের সুগন্ধে যে হৃদয় আকুলিত....সুবাসিত..

সেই হৃদয়ই ভালো বৃক্ষের সন্ধান;

 ক্ষুদ্র বাসা বাঁধতে ঘুমন্ত পাখিরা জেগে ওঠে  হঠাৎ!

বহুদূর থেকে বাতাসে বাতাসে সুর -সন্ধ‍্যা ভেসে আসে

মনের চারিধার তখন সুস্থির

প্রশান্তির ধ‍্যানে  মগ্ন....

হৃদয় তখন গভীর আত্মানুভূতির  আবেশে চিরআচ্ছন্ন।


----------------------🌷মহুয়া বিশ্বাস

No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...