কিছুই নয় মুক্ত--প্রদীপ মণ্ডল
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ
কিছুই মুক্ত নয় জগতে
মূল্য দিতে হয়।
উপযুক্ত মূল্য বিনে হেথা
কিছুই কারো নয়।
শিশুর হাসি মিষ্টি ভারী
তাও নয় মুক্ত।
পেতে চাইলে হাসতে হবে
হাসি বিনে শক্ত।
স্বর্গীয় উপলব্ধি প্রণয় ভবে
তাও মুক্ত নয়।
পেতে চাইলে দিতে হবে
উজাড় করে হৃদয়।
আশীর্বাদও তুমি কিনতে পার
দিলে সামান্য কড়ি।
বিশ্বাস না হলে পরে
দাও ভিক্ষুক ধরি।
বন্ধুত্ব পরম উপলব্ধি ভবে
দিয়ে নিতে হয়।
একটু পিছিয়ে এলে পরে
সেও উবে যায়।
স্বর্গের পথও নয় উন্মুক্ত
সুকর্মে অর্জন হয়।
বাধা পাবে পথে ঘাটে
কড়ি দিতে হয়।
No comments:
Post a Comment