Friday, 6 May 2022

এসো কিন্তু / কৌস্তুভ দে সরকার


এসো কিন্তু 


আমার মৃত্যুর খবর পেলে

সময় বের করে নিয়েও অন্ততঃ এসো।

কেউ তোমাকে চিনলো না চিনলো দরকার নেই,

তুমি তো আমাকে চেনো, জানো;

তাই এসো,

আমি ঠিক বুঝে যাবো, তুমি এসেছ।

তুমি এলে আমার পাথুরে বুকে 

প্রশান্তির পলি পড়বে কত,

শীতল অপেক্ষার ঘাস নড়ে উঠবে মৃদু।

একটি প্রেমের বোট নির্বিঘ্নে উল্টে যাবে শান্ত-স্থির জলে

অনুযোগবিহীন;

সেটুকুই মৃত্যুর সাপোর্ট, সেদিনও পেতে চাই তোমার।

সেই নিভে থাকা চোখে তোমাকে দেখব একান্তে।

তুমি যেন এক নীরব নাগরিক,

যেন কতকিছু ভুলভ্রান্তি ক্ষমাসুলভ চোখে দেখে নিচ্ছ আর সমাধা করে দিচ্ছ সমস্ত অসমাপ্ত কবিতার।

তুমি এলে শান্তিতে মরতে পারবো তারপর।

1 comment:

tapaskiran ray said...

ভাষা ভাব ভাবনায় সুন্দর একটি কবিতা। কৌস্তুভ দে সরকার একাধারে নামিদামি কবি ও পত্রিকার সম্পাদক। অনেক ধন্যবাদ কবিকে।

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...