অনিন্দিতা ঠাকুর--রঙমেশানো আকাশ আলো,
রঙমেশানো আকাশ আলো,
নিভৃতবাসী মনের ঝিনুক
ভেসে যাবে আকাশ বিমুখ,
ওপারে নীলনদ অথবা সাহারা...
ওই ঠোকাঠুকি শহরের ভীড়
যেখানে আছে শুধু লক্ষ যোজন দূরত্ব ...
জলন্ত জন্মদাগ, টকটকে লাল চেরিফল, বেগুনি ছাপের খোলস ---
থাক না সেসব কাহিনি পদ্মপাতায় মোড়া, ফুটন্ত ভাতের মতো মনখারাপি দুপুরের আহার হয়ে !!
*ঠিকানা হেতমপুর, বীরভূম
ফোন নম্বর -- 7001031052
@ অনিন্দিতা
No comments:
Post a Comment