চৈত্রের আবহে বৈশাখের দাবদাহ--রানা জামান
চৈত্রের আবহে বৈশাখ সূর্যের আরো কাছে
খাল বিল ক্ষেত ফেটে আফ্রিকার ম্যাপ
নদীর মাছেরা ঠাণ্ডা পেতে ত্যাগ করছে জল
মেঘের মাঝেও সূর্যের দখল পাকাপোক্ত পুরো
ছাতা বিদ্ধ হয়ে উত্তাপ দংশন করে নিউরনে
ঘামের বাজার থাকলে জমে যেত ব্যবসা শ্রমিকের
গর্ত ছেড়ে সাপগুলো ছুটোছুটি করছে স্থলে
কত যে শ্রমিক ফিট হয়ে যাচ্ছে ক্ষেতের আইলে
মেঘের দঙ্গলে ছিটেফোঁটা নেই জল
বৈশাখের দাবদাহে মরে যাচ্ছে ঝিঁঝি পোকা
কূপের জলেরা দাতা হয়ে আজ নিরেট নিঃশেষ
গাছের পাতার ঝাপ্টায় পুড়িয়ে দেয় শরীরের পেলবতা
ঠাণ্ডা জল পেতে খুঁড়ে যাই মাটি অবিরাম
চেয়ে থাকি নির্ণিমেষে আকাশের বিশালত্বে
সাদা মেঘ হবে কবে পোয়াতী জলের ভারত্বে?
এক ফোঁটা বৃষ্টি পেলে ভাগাভাগি করে রেখে দেবো মনে!
**ঠিকানা:
রানা জামান
ঠিকানা: আনিলা টাওয়ার
বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই;
বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২;
ঢাকা-১২১৬; বাংলাদেশ
ই-মেইল আইডি: rana2344@gmail.com
WhatsApp no: +8801715826053
মোবাইল ফোন: +৮৮০১৭১৫৮২৬০৫৩
No comments:
Post a Comment