Friday, 6 May 2022

লাগামহীন মন--হারান চন্দ্র মিস্ত্রী


লাগামহীন মন--হারান চন্দ্র মিস্ত্রী


মন আমাদের লাগামছাড়া

এদিক ওদিক ধায়,

কে দেবে তার পায়ে বেড়ি

লোকটি পাওয়া দায়।


এই আছে এই উড়ে বেড়ায়

সর্বদা চঞ্চল।

এ গোল ও গোল ছুটে বেড়ায়

যেন মাঠের বল।


বিরামবিহীন বাহনবিহীন

করে সঞ্চরণ

পাহাড় বনে আকাশ চাঁদে

করে বিচরণ।


এ মন আবার ধরতে পারে

ভালোবাসার লোক।

মনকে আবার বিগড়ে ফেলে

যে জন আহাম্মক।


ষড় রিপুর তাড়নাতে

মনের এমন হাল,

নিয়ন্ত্রণে রাখলে বোঝা

টানবে চিরকাল।

______________


No comments:

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...