জলের বাড়ি --অজিত কুমার জানা
তাপের পিয়ন, দিচ্ছে খবর,
মেঘ গড়ছে, জলের বাড়ি।
খালি করে জমিয়ে রাখো,
মাটির জালা, কলসী, হাঁড়ি।।
ঝড়ের ধনুক, ছুঁড়লে তীর,
ভাঙবে মেঘের জলের বাড়ি।
ভাসবে মাঠ, শহর,গ্রাম,
অচল হবে, পথে গাড়ি।।
গাছেরা সব দুহাত তুলে,
করবে শুধু রবীন্দ্র নৃত্য।
পোড়া জামা, খুলে ঘাস,
খুশিতে থাকবে শুধু মত্ত।।
মেঘের গায়ে, কালো জামা,
ঝুলে পিঠে কালো ঝোলা।
আকাশ কোলে মুখটি তুলে,
নেচেই চলে বিকেল বেলা।।
No comments:
Post a Comment