Thursday, 5 May 2022

সংবাদ প্রতিদিন-- জয়িতা ভট্টাচার্য


সংবাদ প্রতিদিন 

জয়িতা ভট্টাচার্য 

            🌱

রাস্তাটা পার হলেই 

            প্রজাপতি বিস্কুট 

জেব্রাক্রসিং এলে

                 বৃহন্নলা 

অদ্ভুত আঁধার ডেকে আনে।

সবুজ আলো

রবীন্দ্রনাথ,

        আমাকে বিরক্ত করে মাছি।

ধর্ষণ 

     কবিতাসভা

                   স্মার্টফোন...


ট্রেনে বসে ডালিমকুমার।

       উল্কি আঁকা বাহু,

ফাটা জিন্স,


আমার অসুখ মনে প্রেম প্রেম ভাব;

ভিড়ের আড়ালে গুরুত্বহীন শিশ্নচাপ 

কিম্বা বুকে নামহীন হাত___

মাঝে মাঝে 

বেশ!


বাড়ি ফিরলে বুড়ো গাছ,

                     নয়ানজুলি,


চাঁদ এখন নক্ষত্রের সতীর্থ।

তাই,বিরোধীশূন্য আকাশ।

                      🏵

[02/05, 02:22] Jayeeta Bhattacharya: শুভকামনা 

জয়িতা ভট্টাচার্য 


'কোনোদিন এসো না দুয়ারে,'_

কথা শুনে শুভেচ্ছার মতো আমের মকুলগুলো ঝরে পড়ল পথের ধারে।


তেমন কোনো পরিবর্তন নেই


বসন্তদিনের শেষে গরম হাওয়া 

অথবা হেমন্ত শেষে শীত।

সংকলিত অনুপ্রাসের আঘাতে।


আজ বড়ো দুঃখের দিন


একে অপরকে আঘাত শানায়,


আমি তালিকাহীন ঈশ্বরী,

আমি স্বেদবিন্দু দিয়ে লিখে রাখি অসৈরন,

লিখে রাখি দিনক্ষণ সব।


ইতিহাস এখনও বাকি;

আরো ক্লেশ,গ্লানি সাথী হবে।অর্থহীন জীবন আর মৃত্যুর পর।


শেষ ট্রেন এসে যাবে একটু পরেই।


তার আগে ভালো হোক।

যে যা চায় তেমনটি হোক।

এইটুকু চাওয়া;

পথের ক্লান্তি শেষের শীতল হাওয়া 


ঘর ছেড়ে চলে যাই বহু দূর।একা।

ভালো থেকো 

আসি তবে প্রিয়।

2 comments:

Bhajan Datta said...

ভালো লাগলো, দুটি কবিতাই।

Sukumar Halder said...

খুব সুন্দর দুটো কবিতাই

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...