উত্তর--নিরাপদ বিশ্বাস
আমি অনেক দিন আগে
একটা কথা তোমাকে বলেছিলাম--
তুমি শুনেও শোনো নি।
হাজার বছর পেরিয়ে আবার যখন
একটা কথা তোমাকে বোঝাতে চেয়েছি,
তুমি বুঝেও বোঝনি।
কাঠ ফাটা রোদ্দুরে ঘোর খাওয়া মানুষের মতো,
হাঁফিয়ে চলেছে তোমার ছায়া'--
দরবারের হুসেন শাহের মতো'...!
তুমি কখনো ফিরেও দেখনি।
খাসনবিশ,-মহলনবিশ কত
খেতাবি আদব কায়দা-
মণিকর্ণিকায় গাঁট বেঁধেছে,
তুমি কখনো ছুঁয়ে দেখনি;
--এই জল তরঙ্গ,নীল আকাশের নিচে
কত স্বপ্ন আঁকে,
সে স্বপ্নে কখনো তুমি ভাসনি।
রোজনামচার সালতামামি কুড়িয়ে
প্লাবন পেয়েছ যখন,
তখনও তোমাকে জিজ্ঞেস ক'রেছি,
কি পেয়েছো??
তুমি নিরুত্তর!!
সব দৃশ্যপট শেষ।
প্রশ্ন শেষ;
তখন উত্তর এল'----"তুমি"।
No comments:
Post a Comment