স্বস্তি
শান্তা মিত্র
ভোটের গরম এ মানুষ এতদিন করেছিলো অনেক হাঁসফাঁস,
তাই এই রাজনীতির গরম এ তাদের করতে হয় অনেক বেশি ফুসফাস।
এরই সাথে করোনার গরম কামড়ে এ মানুষ এর গলায় পড়ছে ক্রমশ মরণ ফাঁদ।
এখন তো আবার বৈশাখে মাসের গ্রীষ্মের গরমে মানুষ পুড়ছে অবিরাম।
এসবের মাঝে জ্বালানির গরম দামে মানুষের ঝরছে গায়ের ঘাম,
এর জন্য জিনিস পত্রের বাজারের দামে পড়েছে অকাল বাজ।
ফলতঃ মানুষের হাতে পড়েছে বাজার দামের গরমের ফোসকার দাগ।
এর সাথে আছে অবিরাম অনবরত দাদাদের গরম গরম বাত।
এসব নিয়েই চলছে মোদের ঘরে বাইরে নিত্য অশান্তির গরম আঁচ।
চারিদিকে এতো গরমে নরমে মোদের নেইকো বাঁচার আশ ।
তখনিই হঠাৎ চারিদিকে ছেয়ে ঘনায় আসিতেছে ওই কালবৈশাখী এর পূর্বাভাস।
আশাকরি, সব গরমের হবে এবার চরম সর্বনাশ।
No comments:
Post a Comment